স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর, পত্তন, বিষ্ণুপুর ও সিঙ্গারবিল সহ চারটি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭ কিলোমিটার এলাকা নিয়ে আলিয়াজুড়ি হালদ্ বিলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবাধ পানিপ্রবাহে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধভাবে স্থাপিত ৪টি বাঁধ অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। এতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে আলিয়াজুড়ি হালদ্ বিলের উপর অবৈধভাবে স্থাপিত চারটি বাঁধ অপসারণ করা হয়।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ. ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশনায় ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর নির্দেশে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত’র নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান অভিযান চালিয়ে এ অবৈধ চারটি বাঁধ অপসারণ করেন।
বিজয়নগর থানা পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের প্রত্যক্ষ সহযোগিতায় আলিয়াজুড়ি হালদ্ বিলের উপর থেকে বাঁধগুলো অপসারণ করেন।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিবেদককে জানান, আলিয়াজুড়ি হালদ্ বিলের উপর থেকে অবৈধভাবে স্থাপিত বাঁধগুলো অপসারণের মাধ্যমে এতে জীববৈচিত্র্য ধ্বংসের হাত হতে রক্ষা পেয়েছে ও প্রকৃতির ভারসাম্যতা ফিরে এসেছে। এতে করে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের অবাধ বিচরণ এবং স্বাভাবিক প্রজনন প্রক্রিয়াসহ মৎস্যজীবী, গরীব-দুঃখী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। বাঁধগুলো অপসারণে র.আ. ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় ও গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে ইউএনও ইয়াসির আরাফাত আরো জানান, উপজেলায় যে কোন ধরণের জনস্বার্থ মূলক কাজ বিঘ্নিত হলেই উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply