জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী “ জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ১৫ আগষ্ট শনিবার সকাল ৭টায় শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনসহ কালো ব্যাজ ধারণ করন। সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় মিশনপাড়াস্থ গির্জায় খ্রীষ্টিয় ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা, সকাল সাড়ে ৭টায় আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রত্যেক সংগঠন থেকে ৫জন করে প্রতিনিধি, স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক বঙ্গবন্ধু স্কয়ারে উপস্থিতি। সকাল ৮টায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতি রাষ্ট্রীয় সালামীর পর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কতর্ৃক ধীরলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, সকাল সাড়ে ৮টায় আলাউদ্দিন খঁা পৌর মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগদান ( শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য আসন সংরক্ষিত), বেলা ১১টায় আবৃত্তি ও হামদ নাথ, শিশু চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ (সরকারি শিশু পরিবার ও মুক ও বধির স্কুল), দুপুর ১টা ২০ মিনিটে জেলা জামে মসজিদে জাতির পিতাসহ ১৫ আগষ্টের শহীদানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, ১টা ৫০ মিনিটে সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, বিকেল ৫টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া ও আলোচনা সভা, বিকেল সাড়ে ৫টায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় আনন্দময়ী কালিবাড়িতে জাতির পিতা ও ১৫ আগষ্টের শহীদানের আত্মার সন্তুষ্টি কামনায় হিন্দুধর্মালম্বীদের প্রার্থনা অনুষ্ঠান।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এক বিবৃতিতে প্রত্যেককে সকালে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরিধান করে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সকল সরকারি স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক, প্রতিটি অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদেরকে অংশ গ্রহনের অনুরোধ করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply