স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ও দায়রা জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ মিলাদ দোয়া মাহফিল ও ভাচুর্য়াল আলোচনা সভা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডাস্থ রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া করা হয়। এসময়ে জেলা ও দায়রা মোহাম্মদ সফিউল আজম এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময়ে অন্যান্যেও মাঝে ছিলেন ভারপ্রাপ্ত জজ এ. এইচ. এম. জোনাইদ, নাজির মোমিনুল ইসলাম, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদির, মুফতি বেলাল হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মুফতি ফয়জুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাদ আসর জেলা জজ কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয় পরে ভাচুর্য়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজমসহ জেলা জজ শীপের ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
accurate description