স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ১ হাজার ২শত বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকালে পৌর এলাকার কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন।
“লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা সভাপতি মমিনুল হক রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, প্রচার সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ৫ আগষ্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করে যাচ্ছে। আগামী তিন মাস কার্যক্রমটি সারাদেশে পরিচালনা করা হবে। এবছর সারাদেশে ১ লাখ গাছের চারা রোপন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply