স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পুকুরের পানিতে ডুবে আব্দুলল্লাহ (০৮) নামে এক শিশু নিহত ও নাফিজা (০৮) নামে অপর এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম চলছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় এ দূর্ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার দারোগা বাড়ির মরহুম বসু মিয়ার নাতি আব্দুল্লাহ ও একই বাড়ির কামাল মিয়ার মেয়ে নাফিজা খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। অপর কন্যা শিশু নাফিজাকে আহতাবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত শিশু আব্দুল্লাহ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং চানপুরের শাহীন মিয়ার ছেলে। তবে আব্দুল্লাহর বাবা শাহীন মিয়া বর্তমানে দক্ষিণ পৈরতলায় ভাড়া থেকে রং মিস্ত্রী হিসেবে কাজ করেন। আব্দুল্লাহ তার মার সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply