স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুর মামা এ বিষয়ে সোমবার বিকেলে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মঙ্গলবার দুপুর নাগাদ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয় নি।
তবে ওই বৃদ্ধের পবিবার এ অভিযোগ অস্বীকার করে উল্টো ওই বৃদ্ধকে মারধরের অভিযোগ করে বলেন, এ বিষয়ে থানায় আগেই লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই ঘটনাকে ঢাকতে এখন মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
ওই শিশুর মামা অভিযোগে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ির বাসিন্দা তঁার বোনের পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য আখাউড়ার হীরাপুরে নিজের বাড়িতে নিয়ে আসেন। তঁার ভাগ্নি স্থানীয় মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত ১৫ জুলাই সকালে প্রতিবেশি মতিউর রহমান তঁার ভাগ্নিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভাগ্নির চিৎকারে অন্যরা এগিয়ে এলে মতিউর রহমান পালিয়ে যান। এ বিষয়ে সামাজিক মীমাংসা করা হবে বলে আশ্বস্থ করা হয়। পরবতর্ীতে মতিউর রহমানের স্বজনরা উল্টো হুমকি-ধামকি দিতে থাকেন।
এ বিষয়ে কথা বলার জন্য মতিউর রহমানের ছেলে মিলন মিয়ার মোবাইল ফোনে মঙ্গলবার বিকেল পৌণে পঁাচটার দিকে কল দেয়া হলে প্রথমে তিনি রিসিভ করে ১০ মিনিট পরে কথা বলবেন বলে জানান। ১৭ মিনিট পর কল করা হলে তিনি আর রিসিভ করেন নি।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, এ ধরণের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে। ওই বৃদ্ধকে মারধরের ঘটনায় আরেকটি অভিযোগ হয়েছে বলেও তিনি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply