স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে নিখোঁজের একদিন পর মোঃ রিয়াম হোসেন-(৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খাসনগর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রিয়াম হোসেন উপজেলার খাসনগর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
বাঞ্চারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, গত সোমবার বিকেল থেকে রিয়াম তার বন্ধুদের সাথে নদীর পাড়ে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়।
মঙ্গলবার সকালে খাসনগর এলাকায় মেঘনা নদীতে তার লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply