স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখেঁাজের ৫দিন পর ফুল বানু-(৮১) নামক এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার জয়ধরকান্দি গ্রামের হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধা ফুল বানু জয়ধরকান্দি গ্রামের মরহুম আলাবক্সের স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফুলবানুর ছেলে বুলু মিয়া-(৩৮) কে আটক করে।
এলাকাবাসী জানান, ফুলবানুর দুই বার বিয়ে হয়। দুই সংসারে তঁার দুই ছেলে এবং ৩ কন্যা সন্তান রয়েছে। বাবার বাড়ির সম্পত্তি পেয়ে সেখানেই বসবাস করতেন ফুলবানু। ছোট ছেলে বুলু মিয়া থাকতো ফুলবানুর সাথে।
বৃদ্ধার প্রথম স্বামী মঙ্গল মিয়া মারা যাওয়ার পর তিনি আলাবক্সকে বিয়ে করেন। আলাবক্সের ছেলে বুলু। ২/৩ বছর আগে বুলু মিয়া ফুলবানুকে তার শ্বশুরবাড়ি ভঁুইশ্বর গ্রামে নিয়ে ফুঁসলিয়ে বেশ জায়গা নিজ নামে দলিল করে নেয়।
১০/১২ দিন আগে ফুলবানু তার প্রথম স্বামীর ছেলে আহসান উল্লাহকে ১৫ শতক জায়গা দলিল করে দেন। এতে বুলু মিয়া তার মায়ের উপর ক্ষুদ্ধ হন। গত শনিবার সকালে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফুলবানু। আর ফিরে বাড়ি আসেনি। সম্ভাব্য সকল স্থানে খেঁাজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয়রা জয়ধরকান্দি গ্রামের পূর্ব পাশের হাওরের পানিতে বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এম. এম. নাজমুল আহমেদ বলেন, বুধবার দুপুরে আমরা বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে বলা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply