ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদে করোনাকালীন সংকট মোকাবোয় চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। তিনি করোনাকালীন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ত্রাণ কার্যক্রম উল্লেখ করে বলেন যে করোনাকালীন উপজেলা পরিষদ হতে ত্রাণ ইউনিয়ন পরিষদে পৌছানোর জন্য পরিবহন বাবদ যে অর্থ প্রদান করা হয় তা অপর্যাপ্ত। মতবিনিময় সভায় সনাক এর পক্ষ হতে বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি শামীমা সিকদার দীনা এবং করোনাকালীন ইউনিয়ন পরিষদের কার্যক্রম উপস্থাপন করেন ইউপি সচিব সুমন পারভেজ। বক্তাদের আলোচনার প্রেক্ষিতে সভায় সনাক ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ হতে ইউনিয়ন পরিষদে করোনাকালীন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী নির্বাচনের শর্তাবলী ও উপকারভোগির তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল আপডেট করা, করোনাকালী বিভিন্ন কার্যক্রম, এর উপকারভোগীর তালিকা ও পরবর্তী পরিকল্পনা ওয়েব পোর্টালে দেয়া এবং দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, অভিযোগ রেজিস্টার/ফাইল সংরক্ষণ করা ইত্যাদি সুপারিশসমূহ প্রদান করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য এবং সনাক ও টিআইবি’র এর বিভিন্ন পর্যায়ের সদস্য ও কর্মীবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply