বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের অফিস ভাংচুর ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) রাত পৌনে ১০ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকায়।
জানা যায়, শুক্রবার রাতে পৌনে ১০ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর খেলার মাঠের দক্ষিণ পাশে নির্বাচনী অফিসে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়ার সমর্থনে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী পরামর্শ সভা করছিলেন। এসময় মুখোশধারী কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে অফিসের সামনে নেমেই ইউপি চেয়ারম্যানের নাম ধরে বকাবকি করে মূহুর্তের মধ্যেই কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি নুরধন ভুইয়া (৪৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় তারা নির্বাচনী ও ইউপি আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর করেন। পরে আহত যুবলীগ নেতা নুরধন কে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
গুলিবিদ্ধ যুবলীগ নেতা নুরধন ঐ এলাকার নাজিব আলী ভুঁইয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি তদন্ত সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে আমার ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, আগামী ১৮ জুন ২০১৯ ইং পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply