স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দেওড়া গ্রামের প্রবাসী আওয়ামী সমর্থক গোষ্ঠী স্থানীয় খান মার্কেট প্রাঙ্গণে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খাইরুল হুদা চৌধুরী বাদল, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আরমান মিয়া ও প্রবাসী কাদিম খান।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী, আফসার আহাম্মেদ, শাহাজাদাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সারোয়ার আহাম্মেদ চৌধুরী।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply