স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির একশত বৃক্ষরোপন করা হয়।
এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে “বিজয়নগর ছাত্র কল্যাণ পরিষদ” এর উদ্যোগে “সমৃদ্ধ দেশ গড়বে আলোকিত নাগরিক” এই শ্লে াগানকে সামনে রেখে উপজেলার চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হক সরকারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান তারেক, সাবেক সভাপতি হৃদয় দস্তগীর, সাবেক সহ-সভাপতি বাহারুল হক সুমন, মুশফিকুর রহমান রাকিব প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ১০০টি চারাগাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হক সরকার বলেন, উপজেলাকে সবুজে রূপান্তর করার লক্ষে “বিজয়নগর ছাত্রকল্যাণ পরিষদ” এর উগ্যোগে
শনিবার বিভিন্ন স্থানে ১০০টি চারাগাছ রোপণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ১হাজার চারাগাছ লাগানো হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply