সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে আমিনুল হক সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮২ বোতল ভারতীয় স্কফ জাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
শনিবার (১৫ জুুন) সকালে পৌর শহরের মধ্যপাড়ার জুবলীরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুল হক সুমন ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, শহরের জুবলী রোড়ের আনোয়ার হোসেনের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে আমিনুল মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৮২ বোতল স্কফ সিরাপসহ তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply