স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান মাদক ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সাদ্দাম মিয়া (৩২) ও সবুজ মিয়া (২৮)।
আজ বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রামরাইল ব্রীজের কাছ থেকে সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল, ১৮ কেজি গাঁজা ও মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটব সিএনজি চালিত অটোরিকশা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply