স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান দক্ষতা ও সচেতনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফরিন প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন অংশ নেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply