সংবাদ শিরোনাম
ভ্রাম্যমান আদালতের অভিযান নবীনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে ১জনকে সাজা

ভ্রাম্যমান আদালতের অভিযান নবীনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে ১জনকে সাজা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে মোঃ রবিন নামে এক ব্যক্তিকে ১ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর ও জিনোদপুর বাজারের পাশে অভিযান চালিয়ে তাকে এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রবিন উপজেলার কড়ইবাড়ি এলাকার ছগির আহমেদের ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন, একটি চক্র উপজেলার বিভিন্নস্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত চালিয়ে অবৈধ ড্রেজার মালিক রবিনকে আটক করা হয়। 
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ১ বছরের কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com