স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাহি খান-(২২) নামের এক মোটর সাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহি সিলেট এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েত উল্লাহ খানের ছেলে। নিহত মাহির সাথে থাকা রাইডার গ্রুপের সদস্য এমদাদুর রহমান জানান, মাহিসহ রাইডার গ্রুপের ৮জন সদস্য মোটর সাইকেলযোগে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান।
গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিক্সা মাহির মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে সে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই সে মারা গেছেন। তার হাতে, মাথায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply