স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে খোকন মিয়া-(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত খোকন মিয়া চিতনা গ্রামের আরজু মিয়ার ছেলে। সে চিতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
নিয়াউক ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জিতু মিয়া জানান, সোমবার বিকেলে বাড়ির সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খেঁাজাখুজির পর সন্ধ্যায় পুকুরের পানি থেকে খোকনের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply