স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাজারের ১৩টি দোকান ভস্মিভূত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আক্তারনগর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নাসিরনগর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ৯জন দোকান মালিককে ২ বান করে টিন ও ৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আক্তারনগর বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহুর্তেই আগেই ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে।
খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যেই বাজারের হোটেল, ফলের দোকান, মোবাইল ফোনের দোকান, সেলুন, চায়ের দোকান, কনফেকশনারি, রেষ্টুরেন্ট, মুদি দোকানসহ ১৩টি দোকান পুড়ে যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, অগ্নিকান্ডে বাজারের ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হতে পারে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply