স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী। দেশ জুড়ে নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী আহবান করে জেলা বিএনপি।
সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে তারা মানববন্ধন কর্মসূচী শুরু করলে পুলিশ এসে বঁাধা দেয়। এক পযার্য়ে পুলিশ তাদের কয়েকটি ব্যানার, ফেষ্টুন ছিড়ে ফেলে ও জেলা বিএনপির নেতা-কমর্ীদের সাথে ধস্তাধস্তি শুরু করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন। এসময় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদল সভাপতি শেখ হাফিজ উল্লাহ, সাধারন সম্পাদক ফুজায়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জহিরুল হক খোকন তাদের শান্তিপূর্ন মানববন্ধনে পুলিশী বাঁধার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply