স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার মনির হোসেন, ইউপি চেয়ারম্যান এ.এম শামিউল হক চৌধুরী, জিয়াউল হক বকুল, সাংবাদিক এস.এম. টিপু চৌধুরী, কামরুল ইসলাম শান্ত প্রমুখ। এ বছর উপজেলার ১০ ইউনিয়নে ৫২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।
সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ পূজামন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply