ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত পবিত্র ওমরাহ পালনে কতিপয় প্রতারক এজেন্সি থেকে বিজয়নগরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
আজ রবিবার (১১ অক্টোবর) রাতে উপজেলা প্রশাসন বিজয়নগর নামে ফেসবুক টাইম লাইনে এক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান। নিচে তাঁর দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।
সম্মানিত বিজয়নগর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ওমরাহ পালনের কোন আনুষ্ঠানিক পত্র সৌদি সরকার এখনো দেয়নি। তারপরও কতিপয় প্রতারক বা এজেন্সি পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ঘোষণা দেয়ার পূর্বে কারো প্ররোচনায় প্রতারিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আন্তরিকভাবে আপনাদের। কে.এম. ইয়াসির আরাফাত।উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
Leave a Reply