স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পযার্য়ের বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আজ সোমবার সকালে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাইকার অথার্য়নে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।
বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর মিয়া। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ৬০ জন অংশ নেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply