স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং নিপীড়নের প্রতিবাদে, এ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে ও অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক অ্যাডভোকেট মোঃ নাসিরের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়াকার্র্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা শিকদার দীনা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, সাবেক ছাত্রনেতা প্রদ্যোৎ নাগ, জেলা ছাত্র মৈত্রীর আহবায়ক মহুয়ী শারদ প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, আইন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করলেই ধর্ষণ কমবে না । একই সাথে বিচার ব্যবস্থার সংস্কার, প্রসিকিউশন এবং তদন্ত কর্মকর্তাদের সদিচ্ছা আন্তরিকতার প্রতিফলন ঘটাতে হবে। পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও অব্যাহত রাখতে হবে ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply