স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি নির্দেশনা মোতাবেক মুখে মাস্ক না পড়ার দায়ে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারজনকে ১ হাজার চারশত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় তিনি দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ও মাস্ক পরার সুফল সম্পর্কে তাদেরকে অবহিত করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মুখে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ভঙ্গ করায় ৪ জনকে ৪টি মামলায় ১ হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply