স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কুট্টাপাড়া এলাকা হতে ১০ কেজি গাঁজা , ০১ টি মোটর সাইকেল’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি মাদক ব্যবসায়ী চক্র জেলার সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে মোটর সাইকেল যোগে বহন করে সরাইল থানা এলাকা সহ আশপাশের জেলাগুলোতে পাইকারী/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯/১০/২০২০ ইং তারিখ ১০.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কুট্টাপাড়া সাকিনস্থ মোঃ হুমায়ন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহেল মিয়া (২৩), পিতা-ইয়াসিন মিয়া, সাং-বীরগঁাও, ২। মোঃ আশিক মিয়া (২৫), পিতা-মোঃ তৌহিদ মিয়া, সাং-গাজীরকান্দি, উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ আতিকুর রহমান (২৪), পিতা-মোঃ আম্বর আলী, সাং-গুতিয়াব, থানা- রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদেরকে মটর সাইকেলসহ আটক করা হয় আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা মটরসাইকেল তল্লাশী করে (ক) ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১টি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৪,৩০,০০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply