আশুগঞ্জ সংবাদদাতা//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক অজ্ঞাতনামা ৬০ উর্ধ্ব বয়সী এক বৃদ্ধ অসুস্থাবস্থায় পড়ে থেকে অবশেষে মৃত্যুুুুবরণ করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, আশুগঞ্জ রেল স্টেশন মাষ্টার নূরুন্নবী গত ১৮ অক্টোবর ২০২০ ইং তারিখে সাংবাদিক ইসহাক সুমনকে জানালে সুমন বিষয়টি দ্রুত জাদুর শহর আশুগঞ্জ টিমের সিনিয়র এডমিন আবু জাফর ও তত্ত্বাবধানে জাদুর শহর আশুগঞ্জ টিমের এডমিন আমিনুল, রুবেল পারভেজকে স্টেশনে পাঠিয়ে অজ্ঞাতনামা ঐ বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ডাক্তার ফাইজুর রহমান ফয়েজ এর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এরপর থেকে ডাক্তার ফাইজুর রহমান ফয়েজ ও স্থানীয় সাংবাদিক আজহার উদ্দিন বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা এবং সার্বিক তত্ত্বাবধান করেন।
মানবিক এ বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন হাসপাতালে এসে অজ্ঞাতনামা ওই বৃদ্ধার খোঁজ খবর নেন। এদিকে তিনদিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বুধবার বেলা ৩ টায় তিনি মারা যান। তবে এখনো পর্যন্ত বৃদ্ধার কোন পরিচয় পাওয়া যায়নি। পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম এর মাধ্যমে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ দাফনের প্রক্রিয়া করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক ইসহাক সুমন জানান, আশুগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাফর্মে অজ্ঞাতনামা বৃদ্ধাকে অসুস্থতা অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাষ্টার নূরুন্নবী আমাকে জানান। পরে সামাজিক সংগঠন “জাদুর শহর আশুগঞ্জ টিমের” সিনিয়র এডমিন আবু জাফর এর তত্ত্বাবধানে জাদুর শহর আশুগঞ্জ টিমের এডমিন আমিনুল, রুবেল পারভেজকে স্টেশনে পাঠিয়ে অজ্ঞাতনামা ঐ বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনদিন চিকিৎসা করেও বৃদ্ধাকে আমরা বাঁচাতে পারিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply