স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে ১১২ বোতল ফেন্সিডিল’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব দূর্জয় মোড় এলাকায় মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল মোঃ রিপন (২৬) কে আটক করেন। আটককৃত রিপন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ মধু মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে ১ টি চটের বস্তায় তল্লাশী করে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২,২৪,০০০/- টাকা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply