সংবাদ শিরোনাম
শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোডের কার্পেটিং কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র নায়ার কবির

শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোডের কার্পেটিং কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোডের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। 
গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির এ কাজের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িযা পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, পৌরসভার নিবার্হী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজর“ল ইসলাম শাহজাদা প্রমূখ। ৩২ লক্ষ টাকায় কাজটি হচ্ছে। এ সময় মেয়র বলেন, গুণগত মান বজায় রেখে সুন্দরভাবে যাতে কাজটি করা হয়। কাজের মান যাতে কোন অবস্থাতেই খারাপ না হয়। তিনি আরও বলেন, প্রতিনিয়তই আমরা কাজটি সুন্দরভাবে তদারকি করছি যাতে সুন্দরভাবে কাজটি সম্পাদিত হয়। জনগনের নাগরিক সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ দায়িত্বে পালনে আমরা সবসময় কাজ করে যাব। এ সময় তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ও উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com