আওয়ামী লীগের নিবেদিতকর্মী, সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার মিজানুর রহমান মিজ্জু (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩ টায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর সংবাদ শহরে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মিজানুর রহমান মিজ্জু ছিলেন চিরকুমার। শুক্রবার বাদ এশা শহরের উত্তর মৌড়াইল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব মিজানুর রহমান মিজ্জুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply