সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা শহরের হালদারপাড়াস্থ নিজ বাসভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন কর হয়।
সাংবাদিক সম্মেলনে নাছিমা মুকাই আলী বলেন, নির্বাচনের দিন আমি যখন নির্বাচনী এলাকায় তখন প্রতিদ্বন্দ্বী পক্ষের সন্ত্রাসীরা আমার শহরের হালদারপাড়াস্থ বাসভবনে ন্যাক্কারজনক হামলা চালায়। এসময় আমার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করে ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি বলেন, বাড়িতে থাকা কয়েকটি গাড়ি, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ও দুইটি মোটরসাইকেল নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি লুট হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতার এবং শাস্তি দাবী করছি।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী নির্বাচন সুষ্ঠু হওয়ায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সকলকে নিয়ে বিজয়নগর উপজেলা কে এগিয়ে নিতে চাই। উপজেলার জনগণ আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিফলন দেখাতে চাই। এছাড়া উপজেলাকে মাদক মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। সকল বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর স্বামী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লুৎফর রহমান (মুকাই আলী) বক্তব্য রাখেন ।
সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply