ইসলামী ঐক্যজোট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন,
বাকস্বাধীনতার নামে ফ্রান্স ইসলাম বিরোধী চরম অসভ্য ও নোংরা খেলা শুরু করেছে। সেখানে রাষ্ট্রীয় মদদে সরকারী বহুতল ভবনে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন হচ্ছে । এসব উগ্রতা প্রমাণ করে, ফ্রান্স ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া মুসলমান হিসেবে আপনার-আমার ঈমানি দায়িত্ব। বাংলাদেশ সরকারকে বলছি, ফ্রান্স যেহেতু সরকারী মদদে মহানবী (সা.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছে, ভবিষ্যতেও তা অব্যহত থাকবে এমন ঘোষণাও শোনা গেছে তাদের তরফ থেকে। তাই অবিলম্বে সরকারীভাবে ফ্রান্সের এই ঘটনার কড়া প্রতিবাদ জানাতে হবে। আবুল হাসনাত আমিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের দূতাবাস থাকুক, তা চাই না।দ্রুত ঢাকা থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিস্কার ও দূতাবাস বন্ধ করে ওই দেশের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। অন্যথায় ইসলামী ঐক্যজোট ফ্রান্স দূতাবাস অভিমুখে বৃহত্তর লংমার্চ কর্মসূচী ঘোষণা করবে।
দলমত নির্বিশেষে দেশের নবীপ্রেমিক মুসলমানদের ফ্রান্সের সকল পণ্য বর্জন ও মহানবী (সা.) ইজ্জত রক্ষায় প্রতিবাদ অব্যহত রাখার আহবান জানান মাওলানা আবুল হাসনাত আমিনী। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply