স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহীনুর জাহান, চম্পকনগর ইউপি চেয়ারম্যান হামিদুল হকসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ২০২০ ইং তারিখে উপজেলার চম্পকনগর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply