স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মবাড়িয়া পৌর শহরের দক্ষিন পৈরতলা এলাকার বিশিষ্ট মুরুব্বি সমাজসেবক ও শালিসকারক হাজী আবু তাহের (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় রাজধানী ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, বাধর্ক্যজনিত কারনে এক বছর ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন বিশিষ্ট শালিসকারক ও প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আবু তাহের। সম্প্রতি তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে শোক সাগরে ভাসিয়ে তিনি পরপারে পাড়ি জমান। তার মৃত্যুতে পরিবার পরিজন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সহ সর্বস্ততরের মানুষের মাঝে নেমে এসে শোকের ছাঁয়া।
এদিকে, মরহুমের মরদেহবাহী গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হয়েছে। এখন তাঁর নামাজে জানাজার সময় ও স্থান নির্ধারন করা হয়নি। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে আজ বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply