স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক কাজী সাহারুল ইসলাম সহ দলিলের নিবন্ধনে জালিয়াতির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সদর সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার জয়ন্তী রানী বাদি হয়ে এ মামলা করেন। মামলার আসামীরা হলেন -সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক কাজী সাহারুল ইসলাম, ভুয়া দলিল দাতা সাধন শর্মা, সনাক্তকারী রোস্তম আলী, দলিল গ্রহীতা ইয়াসিন মিয়া, স্বাক্ষী নয়ন ঋষি ও নুরুল ইসলাম।
আসামীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন – কাজী সাহারুল ইসলাম, সাধন শর্মা ও রোস্তম আলী। বাকী আসামীরা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জালিয়াতি চক্রের পুরো সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চরপাঁচগাও মৌজার বি.এস চূড়ান্ত ৭২৭ খতিয়ানের বি.এস ৪৪৫৭ দাগের ৩৫ শতাংশ জমি নিবন্ধনের জন্য সদর সাব-রেজিস্ট্রি অফিসে দাখিল করা হয়। উল্লেখিত খতিয়ানের মূল মালিক হরেন্দ্র কান্ত শর্মা, পিতা- মৃত চন্দ্র কিশোর শর্মা। কিন্তু জমির মূল মালিক সেজে একই উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত মন্ডল হোসেনের ছেলে ইয়াছিন মিয়ার নামে নিবন্ধনের জন্য সদর সাব-রেজিস্টার কাছে তা দাখিল করেন। এতে দলিলের দাতা ভুয়া দাতা সেজে তার জাতীয় পরিচয়পত্রে পিতা অবচরন সরকারের পরিবর্তে হরেন্দ্র কান্ত শর্মা (খতিয়ানের মূল মালিক) ব্যবহার করে দলিল সম্পাদন করার চেষ্টা করেন। সম্পাদনের প্রচেষ্টাকৃত দলিলের মুসাবিদাকারক হিসেবে স্বাক্ষর করেন পৌর শহরের ৫৫৫/১ মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও সদর সাব-রেজিস্ট্রি দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক কাজী সাহারুল ইসলাম। দলিলটির সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন পৌর শহরের কান্দিপাড়া মহল্লার আব্দুল মালেকের ছেলে রোস্তম আলী (৩৮)।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply