সংবাদ শিরোনাম
সন্ত্রাস মাদক ছিনতায়মুক্ত পৌর এলাকাসহ অবকাঠামো উন্নত সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার আহবানের মধ্য দিয়ে জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সন্ত্রাস মাদক ছিনতায়মুক্ত পৌর এলাকাসহ অবকাঠামো উন্নত সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার আহবানের মধ্য দিয়ে জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সন্ত্রাস মাদক ছিনতাইমুক্ত পৌর এলাকাসহ অবকাঠামো উন্নত সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার আহবানের মধ্য দিয়ে ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিগত ১৯৮৩ সালে ঐতিহাসিক জেলা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ওবায়দুর রউফ পলু আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন। তাঁর শাহাদাতের বিনিময়ে তৎকালীন সরকার মহকুমা থেকে ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণা করেন। জেলা আন্দোলন ও পলু স্মৃতি রক্ষায় ১৯৯১ সালের ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ গঠিত হয়। এ উপলক্ষ্যে গত ১ নভেম্বর রোববার রাত ৮টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল­াহ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আন্দোলন ও জেলা উন্নয়ন পরিষদ গঠনের ইতিহাস বর্ণনা এবং সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবিরসহ জেলা আন্দোলনের প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত ও জেলা উন্নয়ন পরিষদের অসুস্থ নেতাদের সুস্থতা কামনা করে সন্ত্রাস, মাদক, ছিনতাইমুক্ত পৌর এলাকাসহ অবকাঠামো উন্নত সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আরমান উদ্দিন পলাশ, সাবেক সদস্য সচিব এহছান উল­াহ মাসুদ, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি  তফাজ্জল হোসেন জীবন, সহ -সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, এজাজ আহমেদ মনির, শফিউল আলম কাজল,  এড. শেখ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক কামর“ল হাসান নান্টু, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আক্কাছ আলী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহাবুুর হোসেন খান অপু, প্রকাশনা সম্পাদক আলী হায়দার তুষার, স্থায়ী কমিটির সদস্য শরিফ আহমেদ খান, পৌর উন্নয়ন পরিষদের সভাপতি এড. কামর“জ্জামান অপু, সদর উপজেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ হার“ন অর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২৭ নভেম্বর সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও ওবায়দুর রউফ পলু দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় পর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com