স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর এবং নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন তৈরী ও বিক্রয়ের অপরাধে দুই জনকে ২ বছরের জেলসহ ২ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বুধবার (০৪ নভেম্বর) বেলা ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ভৈরবের চন্ডিবের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ বৃহস্পতিবার র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকায় কতিপয় অসাধু ব্যাবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে অনুমতিবিহীন নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন, এবডোমিনাল বেল্ট ও ডেন্টাল ক্যাপ তৈরী করে বিক্রি করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং ভৈরব উপজেলার নির্বাহী অফিসার লুবনা ফারজানা’র নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হৃদয় সার্জিক্যাল এন্ড ডেন্টাল মেটারিয়ালে অভিযান পরিচালনা করে ১। মোঃ শাজাহান (৫৮), পিতা-মৃত আব্দুল খালেক, ২। মহিদুল হক জীবন (২৪), পিতা-মোঃ শাজাহান, উভয় সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে অনুমতিবিহীন অস্বাস্থ্যকর ও নিম্নমানের মেডিপ্যাড নামের স্যানিটারী ন্যাপকিন ও হাজী সুপার এবডোমিনাল বেল্ট নামের বেল্ট তৈরী ও বিক্রয় করার সত্যতা পায়। উক্ত নিম্নমানের মেডিপ্যাড ব্যবহারে নারীদের নানা রকম স্বাস্থ্য ঝুকিসহ জরায়ু ক্যান্সার হতে পারে। নিম্নমানের অনুমতিবিহীন স্যানিটারী ন্যাপকিন মেডিপ্যাড ও হাজী সুপার এবডোমিনাল বেল্ট তৈরীর অপরাধে ভ্রাম্যমান আদালত মোঃ শাজাহানকে ২ লাখ টাকা জরিমানা ও ০৬ মাসের কারাদন্ড প্রদান করে এবং তার ছেলে মাহিদুল হক জীবনকে ১ বছর ০৬ মাসের কারাদন্ড প্রদান করে। এছাড়াও নিম্নমানের মেডিপ্যাড রেখে বিক্রয়ের অপরাধে সততা ফার্মেসীর মালিক মোঃ আব্দুল মোতালেব (৫০), পিতা-সৈয়দ হোসেন, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ১২ হাজার টাকা, বর্ণা ফার্মেসীর মালিক রুবেল মিয়া (২৬), পিতা-মোঃ আনার মিয়া, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ১০ হাজার টাকা এবং নিরাময় ফার্মেসীর মালিক নজরুল ইসলাম (৪২), পিতা-আঃ রাজ্জাক, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ০৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ১। স্যানিটারী ন্যাপকিন-৫০০ প্যাকেট, ২। এবডমিনাল বেল্ট-২০০ প্যাকেট, ৩। ডেন্টাল ক্যাপ-৫০ টি জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং মোট ২ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply