স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখার উদ্যোগে কসবা উপজেলা মুক্ত মঞ্চ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হার“নুর রশীদ ঢালী, সাংবাদিক মোহাম্মদ রাসেল, আবু মুসা, মাহবুব সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply