স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা সদরের চানপুর চকবাজার হতে জুয়া খেলার নগদ-৪৩০০/- টাকাসহ ১৩ জন জুয়ারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন র্যাবের ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ভৈরবের চানপুর চকবাজার থেকে তাদেরকে আটক করেন।
এলিট ফোর্স র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং ভৈরব উপজেলার নির্বাহী অফিসার লুবনা ফারজানা’দের নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১০/১১/২০২০ ইং তারিখ ১৮.৩০ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চানপুর চকবাজারস্থ খোকন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে ১। মোঃ উজ্জল মিয়া (২৯), পিতা-গাজী মিয়া, ২। মোঃ জুয়েল মিয়া (৩০), পিতা-মোঃ হাদিস মিয়া, ৩। মোঃ আশিক (৩০), পিতা-বাচ্চু মিয়া, ৪। মোঃ রাশেল মিয়া(১৯), পিতা-মৃত বাচ্চু মিয়া সর্বসাং-চঁাদপুর (শিমুলকান্দি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদের প্রত্যেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। মোঃ রাদিয়ার আহমেদ (১৮), পিতা- জামসু মিয়া, ৬। মোঃ রিয়াদ মিয়া (২০), পিতা-মোঃ ইমাম হোসাইন, ৭। মোঃ আরমান মিয়া(২০), পিতা-উসমান গনি, সর্বসাং-চঁাদপুর (শিমুলকান্দি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ৮। মোঃ বিল্লাল হোসেন(২৫), পিতা-আফজাল, সাং-সাহাপুর, উপজেলা-ঈশ্বরদী, জেলা-পাবনা, ৯। মোঃ জসিম উদ্দিন (৩০), পিতা-সামছু মিয়া, ১০। মোঃ সজল (২৩), পিতা-মোঃ সোহেল, ১১। মোঃ বিপ্লব (১৮), পিতা-কিরণ মিয়া সর্বসাং-চাঁদপুর (শিমুলকান্দি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদের প্রত্যেকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২। হুমায়ুন (৪০), পিতা-নাছির উদ্দিন সাং-চাঁদপুর (শিমুলকান্দি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১১। মোঃ খোকন মিয়া (৪০), পিতা-খালেক মিয়া সাং-চাঁদপুর (শিমুলকান্দি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন র্যাবের ভ্রাম্যমান আদালত। উদ্ধার জুয়া খেলার নগদ ৪৩০০/- টাকা। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply