স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান জিল্লুকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির এ আহ্বায়ক কমিটিকে অনুমোদন করেন।
আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কঁচি, জহিরুল হক খোকন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মোঃ সাইদুল হক সাঈদ, কাজী নাজমুল হক তাপস, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আবু শামীম মোঃ আরিফ, অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, আলী আজ্জম, মাঈনুল হোসেন চপল, নিয়ামুল হক, সাবেক কমিশনার মোঃ কাউছার, আসাদুজ্জামান শাহিন, হেলাল উদ্দিন সরকার তৌহিন, নুরুল হুদা, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আকতার হোসেন, শামীমা বাছির স্মৃতি, আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, শরিফুল্লাহ মৃধা শরীফ, অ্যাডভোকেট ইসমত আরা, মাহবুব হাসান বাবু ও রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply