স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কুহিনুর খানম (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড স্বামী জুয়েল মিয়া (৩২)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে আশুগঞ্জ চরচারতলা এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। পরে আজ বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ির একটি বসত ঘর থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে পাষণ্ড স্বামী জুয়েল মিয়া পলাতক রয়েছেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার বাসিন্দা আবু চান মিয়ার ছেলে জুয়েল মিয়া ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে কোহিনুর খানম নিতুর মধ্যে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের থেকেই গত ছয় মাস আগে দু’জনে কোর্ট ম্যারেজের মাধ্যমে হন স্বামী-স্ত্রী। মাত্র ছ’মাসের মাথায় গতকাল বুধবার রাতে যৌতুক না পেয়ে বটি দা দিয়ে কোহিনূরকে কুপিয়ে হত্যার পরপরই বেপাত্তা হন জুয়েল।
কোহিনুর খানম নিতুর পরিবারের অভিযোগ, গত দুই মাস আগে ব্যবসার জন্য কোহিনুরের কাছে দুই লাখ টাকা চান জুয়েল। কিন্তু কোহিনুর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে পারবেনা বলে জানান জুয়েলকে। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল বুধবার গভীর রাতে বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন জুয়েল। পরে কোহিনুরের মরদেহ কম্বল দিয়ে ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান জুয়েল। ঘটনার খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোট ভাই কামরুল ইসলাম (২৮) ও তার স্ত্রী আর্জিনা বেগম (২৪) কে আটক করেন পুলিশ।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটি দা উদ্ধার করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply