স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন গোলচত্বর এলাকা থেকে ৬৬ বোতল ফেন্সিডিল, ০১টি ওয়াকিটকি ও ০১ টি জীপ গাড়ী’সহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্বপাশে অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বুধবার রাত সোয়া ১০ টায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্বে ঢাকাগামী লেনের উপর তাৎক্ষনিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করে জীপ গাড়ীসহ
১। নাঈম হোসেন (২০), ২। আবিদ হোসেন (১৯) উভয় পিতা-মোশারফ হোসেন মিন্টু, সাং-লক্ষীপুর, ৩। মহিশীনুর রহমান হৃদয় (২৩), পিতা-আবুল কালাম, সাং-তাতারকান্দি, ৪। মোঃ রুবেল মিয়া, (২১), পিতা-হোসেন মিয়া, সাং-কমলপুর মধ্যপাড়া, সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদের হেফাজতে থাকা ০১ টি স্কুল ব্যাগ তল্লাশী করে (ক) ৬৬ বোতল ফেন্সিডিল, (খ) ০১ টি ব্যবহৃত জীপ (গ) ০১ টি ওয়াকিটকি (ঘ) ষ্টীলের লাঠি, (ঙ) মাদক বিক্রর নগদ ৭০,০০০/-টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৫,২০,০০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply