স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশন থেকে ১১১ টি ট্রেনের টিকেট ও টিকেট বিক্রয়ের নগদ ৮ হাজার ৫শত টাকা‘সহ ৪জন টিকেট কালবাজারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা টায় আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১। মোঃ মিলন মিয়া (৫২), পিতা-মৃত মহরম আলী, সাং-দুবলা, থানা ও জেলা ব্রাহ্মণবাড়ীয়া, ২। মোঃ মজিবুর রহমান (৫০), পিতা-মৃত সাধু মিয়া, সাং-ধর্মপুর থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, এ/পি সাং-বড় বাজার রোশন খাঁর বাড়ী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ স্বপন খলিফা (৩৫), পিতা-আবুল খায়ের খলিফা, সাং-শ্যামনগর, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ পারভেজ (২২), পিতা-মোঃ বায়েক মিয়া, সাং-রুপনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করে। তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন ট্রেনের ১১১ টি টিকেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ২৩,৫০০/- টাকা। ধৃত আসামীদেরর বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে জেলার আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply