তিমির বণিক//শ্রীমঙ্গল সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরন ও নির্বাচন বাস্তবায়ন করতে “শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরন ও নির্বাচন বাস্তবায়ন” কমিটির আয়োজনে শ্রীমঙ্গল চৌমুহুনা চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শ্রীমঙ্গল চৌমুহুনা চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রীমঙ্গল পৌর নাগরিকদের দীর্ঘ দশ বছরের ভোটাধিকার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে মানববন্ধন জনসমাবেশে রুপান্তরিত হয়। দ্রুত ভোটধিকার প্রয়োগের দাবি ও বর্ধিত এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন ঘোষণার জন্য শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ডাঃ হরিপদ রায় (বিএমএ), ইউসুব আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুরুল হক চৌধুরী সহ বিভিন্ন শ্রেনীপেশার সাধারন মানুষ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি – জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে বক্তারা নির্বাচন ও বর্ধিতকরনে দ্রুত হস্থক্ষেপের দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply