স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যাবের অভিযানে ১২ জুয়ারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ লাখ ৬৩ হাজার ২ শত ৪০ টাকা ও তাস উদ্ধার করেন।
গতকাল বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সরাইল উপজেলার করাতকান্দি গ্রাম থেকে তাদেরকে আটক করেন র্যাব।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল জুয়ারী নিয়মিতভাবে জেলার সরাইল উপজেলার করাতকান্দি গ্রামের আরিফ উল্লাহর মাছ চাষের পুকুর পারের একটি ঘরের মধ্যে জুয়া খেলা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জুয়ারী দলের ১। মোঃ ইয়াজ উদ্দিন (৩৭), পিতা-মৃত মুরতুজ আলী, সাং-পাকশিমুল, ২। মোঃ আজিজুল হক (৩৯), পিতা মোঃ মাহিদুর রহমান, সাংঃ উচালিয়া পাড়া,৩। হারুন (৩৫), পিতা বাবুল মিয়া, সাং- কাচারিপাড়া, ৪। আরজু (৫৫), পিতা ফিরোজ মিয়া, সাং-উত্তর আরিফাল, ৫। ইজ্জত আলী (৪৭), পিতা-মৃত জালু মিয়া,সাং-রসুলপুর ৬। আব্দুল মান্নান(৩০), পিতা-মোঃ ইব্রাহীম সাং-বিশোতারা, ৭। খোকন মিয়া (৩৫), পিতা-মৃত হিলো মিয়া, সাং-চাঁন মনিপাড়া, ৮। মোঃ ফারুক মিয়া (৩০), পিতা নূর রহমান, সাং-চুন্টা, ৯। মোঃ মোশারফ হোসেন (৪৮), পিতা-লস্কর আলী, সাং-চুন্টা, ১০। মনির হোসেন (৩২), পিতা- রুহিত মিয়া, সাং-রসুলপুর, ১১। ঝরু মিয়া (৩৩), পিতা- মৃত আব্দুল আউয়াল, সাং-বেপারীপাড়া, ১২। মজিবর রহমান (৫৫), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, সাং-করাতকান্দি, সর্ব থানা-সরাইল জেলা ব্রাহ্মণবাড়িয়াদয়কে আটক করা হয়। এসময় জুয়ারীদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ লাখ ৬৩ হাজার ২ শত ৪০ টাকা ও তাস উদ্ধার করেন।
ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply