স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদিদের ঔদ্ধত্য প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা ডাক বাংলো এলাকায় মুজিববর্ষে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন-সমাবেশে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রায় মোহন চৌধুরী। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, আবুল কালাম, সন্তোস মোহন ঋষি, আলি আকাশ, অপূর্ব দেব।
বক্তারা বলেন, হেফাজতে ইসলাম মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ভূলুণ্ঠিত করার সুদূরপ্রসারী চক্রান্ত বাস্তবায়নের পুরনো খেলায় মেতে উঠেছে। প্রকৃত অর্থে তারা পাকিস্তানি শাসক চক্রের ন্যায় ধর্মকে আশ্রয় করে আবারও পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠার ষড়যন্ত্র বাস্তবায়নে লিপ্ত। এরা কৌশলে ভাস্কর্যের বিরোধিতা করলেও, এদের অবস্থান বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, বাঙালির চেতনায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। শ্রদ্ধা আর ভালোবাসায় বাঙালির অন্তরে চির দীপ্যমান এই মহান ব্যক্তি। তার ভাস্কর্যের বিরোধীতাকারী সম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। নেতৃবন্দ অবিলম্বে ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply