স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“মুজিব বর্ষের অঙ্গীকার ঘরহীন থাকবে না একটি পরিবার”এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ন-২‘জমি নাই ঘর নাই’ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষের বিশেষ ডিজাইনের নিমার্ণাধীন গৃহনিমার্ণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।
গত রোববার বিকালে উপজেলার লক্ষীপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন তিনি। এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী অফিসার নাজমা আশরাফী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, জেলা পরিষদ সদস্য হাজী ফারুকুজ্জামান ফারুক, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply