স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিক উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ এহতেশামুল বারী। আলোচনা সভায় ড. দেলোয়ার হোসেনের গভীর জ্ঞান থেকে উৎসারিত আলোচনা উপস্থিত দর্শক শ্রোতাদের মনে গভীর প্রাণাবেগ ও প্রগাঢ় মুগ্ধতার জন্ম দেয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply