মো:মামুন রেজা, ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে ১০২৫ পিচ ইয়াবাসহ তিন মাদক সম্রাট কে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় ধামরাই পৌর-সভার ইসলামপুর বাসস্ট্যান্ড ওভারব্রিজের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইউনুছ আলী (৩৭) কুড়িগ্রাম জেলার- বৌমারি থানার-যাদুরচর গ্রামের মৃত বহশ আলী ছেলে, মোঃ দেলোয়ার হোসেন (৩৫) পাবনা জেলার-সাথিয়া থানার-নারিয়া সদাই গ্রামের মোঃ আঃ মজিদের ছেলে, মোঃ হান্নান মিয়া (৩০) ঢাকা জেলার- আশুলিয়া থানার ধানসোনা গ্রামের মোঃ সামছুল হকের ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি ইউনুছ,দেলোয়ার ও হান্নান ধামরাই পৌর-সভার ইসলামপুর বাসস্ট্যান্ডের এলাকায় এরা তিনজনে ইয়াবা বিক্রি করতেছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে তাদের তল্লাশি করে ১০২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এরা তিনজনই চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply