ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদ-এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯ জানুয়ারী শনিবার বিকাল ৩ টায় হালিমা রউফ চৌধুরী অডিটোরিয়ামের হল রুমে গভনিং বডি ও চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে ও প্রভাষক মোঃ আবুল কাসেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা খাতুন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম এইচ মাহাবুব আলম, আলমগীর মিয়া, আজিজুল ইসলাম, সায়েক আহম্মেদ চৌধুরী, সুজন মিয়া ও ইমরুল হাসনাত চৌধুরী সৈকত প্রমূখ।উল্লেখ্য, অধ্যক্ষ মকবুল আহাম্মদ চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে দীর্ঘ ২৩ বছর কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply